সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

শ্রমিক নেতা রফিকের কৃতজ্ঞতা

বার্তা কক্ষ / ৪১১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট শ্রমিক নেতা মো. রফিকুল ইসলাম রফিক।
তিনি বলেন, চকরিয়া উপজেলা তথা কক্সবাজার জেলার প্রতিটি এলাকা জাতীয়তাবাদী দলের শক্ত ঘাঁটি। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দলের তৃণমূলের নেতাকর্মীরা যাদের হাত ধরে এখনো শক্ত অবস্থানে রয়েছেন, যারা আমাদের রাজনীতির ছায়া হয়ে আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ করে কৃতজ্ঞ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী প্রিয়নেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. হাসিনা আহমদ, উখিয়া টেকনাফ হতে নির্বাচিত সাবেক এমপি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রথম নারী পিপি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আরা স্বপ্না, অভিভক্ত চকরিয়া-পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আনছারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া ও চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষিত হয়।