শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে চার বছর বয়সি শিশু আবু ওবাঈদ আবিদ।
গত ১৬ আগস্ট থেকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০৯ নং ওয়ার্ডে ভর্তি।
চিকিৎসকের ভাষ্য মতে, আবিদ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নামক ব্লাড ক্যান্সারে অাক্রান্ত। তার জন্য ১০-১২ লাখ টাকা দরকার।
তার পিতা মাওলানা নাসির উদ্দীন অল্প আয়ে কোনমতে সংসার চালায়।
ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচানোর মতো চিকিৎসা খরচ তার নাই।
#মানবতার বন্ধুরা এগিয়ে আসুন।
(আবু ওবাঈদ আবিদ কক্সবাজার সদরের জালালাবাদের ফরাজী পাড়া মরহুম জালাল আহমদ কিন্ডারগার্টেনের ছাত্র।)
যোগাযোগঃ
মাওলানা নাসির উদ্দীন
(আবু ওবাঈদ আবিদের পিতা)
০১৮৩০৭৩৭৩৪৪