রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন খুটাখালীর অধ্যাপক ফরিদ

বার্তা কক্ষ / ৩০৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মারা গেলেন চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা এক সময়ের তুখোড় ছাত্র নেতা অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহযোগী অধ্যাপক (বাংলা)। সাংসারিক জীবনে তার ৩ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।

অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম সাবেক বহলতলী বাসিন্দা, বর্তমান মধ্য মেদাকচ্ছপিয়া নিবাসী মরহুম ইসলাম আহমেদের ছেলে।

তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ২ সেপ্টেম্বর থেকে তিনি সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

আজ আসর নামাজের পর মেদাকচ্ছপিয়া অঙ্গীকার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ নাসির উদ্দিন।

অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা, ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে সাংবাদিক ইমাম খাইর।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা, শোকাহত স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।