শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
শরণার্থী শিবিরে অবৈধ কার্যকলাপ ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তারা হলেন- মোহাম্মদ ফয়সাল (২৮), শফি আলম (৩০), মোহাম্মদ এহসান (১৯) মোহাম্মদ সলিমুল্লাহ (২২), হাফিজুল্লাহ(২০) , আসাদুল্লাহ (১৮) মোহাম্মদ জুবায়ের (২০), মোহাম্মদ আবু হারেছ (১৮) ও মোহাম্মদ ইমাম হোসেন (২৫)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ছুরাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তিনি জানান, ক্যাম্পে থেকে কিছু রোহিঙ্গা গণউপদ্রবসহ অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ৯ রোহিঙ্গা আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুরের আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরপর আটক ব্যক্তিদের থানা পুলিশে সোপর্দ করা হয়।