শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

ক্যাম্পে গণউপদ্রব সৃষ্টিকারি ৯ রোহিঙ্গার কারাদণ্ড

বার্তা কক্ষ / ২০৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪#  
শরণার্থী শিবিরে অবৈধ কার্যকলাপ ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তারা হলেন- মোহাম্মদ ফয়সাল (২৮), শফি আলম (৩০), মোহাম্মদ এহসান (১৯) মোহাম্মদ সলিমুল্লাহ (২২), হাফিজুল্লাহ(২০) , আসাদুল্লাহ (১৮) মোহাম্মদ জুবায়ের (২০), মোহাম্মদ আবু হারেছ (১৮) ও মোহাম্মদ ইমাম হোসেন (২৫)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ছুরাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তিনি জানান, ক্যাম্পে থেকে কিছু রোহিঙ্গা গণউপদ্রবসহ অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ৯ রোহিঙ্গা আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুরের আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরপর আটক ব্যক্তিদের থানা পুলিশে সোপর্দ করা হয়।