বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বার্তা কক্ষ / ২৩৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন (২৬) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালী পাড়া এলাকার মোঃ জালাল আহমেদ ছেলে।

খবরটি জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদে জানতে পারে, জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। টহলদল নকুল মেম্বারের চিংড়ির ঘেরের বাঁধের পার্শ্বে গোপনে অবস্থান নেয়। হঠাৎ টহলদল তিন জন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফ নদী হতে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার উত্তর দিক দিয়ে বেড়ী বাঁধের উপর উঠতে দেখে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল ধাওয়া করলে একজনকে প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয়। অপর দুইজন ইয়াবা পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতর দ্রুত পালিয়ে যায়। উদ্ধার হওয়া প্লাস্টিকের বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানা যায়।

মোঃ ফয়সল হাসান খান জানান, পালিয়ে যাওয়া ইয়াবা পাচারকারীদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি। ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।