শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

বার্তা কক্ষ / ২১৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪ঃ
ক্যাম্পে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেলিম (৩০) নামের রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪ লেদা ব্লক-ডি ৪৮ থেকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৬ সদস্যরা তাকে আটক করে।

সে ওই ক্যাম্পের মোঃ দীন মোহাম্মদের ছেলে।

রবিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ান-১৬ (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, সেলিমের বিরুদ্ধে স্থানীয় রোহিঙ্গা শরণার্থী ও মাঝিরা শরণার্থী অনেক দিন ধরে অভিযোগ করে আসছিল। বিশেষ করে ক্যাম্প-২৪ লেদা এলাকায় প্রায়ই ঝগড়া বিবাদ ও মারামারি করে শান্তিপূর্ণ পরিবেশ ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যা জিজ্ঞাসাবাদে সেলিম নিজেই স্বীকার করেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম।