রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

সাগরলতা কেটে ব্যবসা সম্প্রসারণ!

বার্তা কক্ষ / ৩৫৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪
কক্সবাজার শহরের কলাতলী পয়েন্ট সংলগ্ন সাগর পাড়ের বালুচরে জেগে ওঠা ‘সাগর লতা’ কেটে তৈরি করা হয়েছে স্থাপনা। সেখানে খাবার প্রতিষ্ঠান সী-ল্যাম্প বীচ ক্যাফের ব্যবসায়িক চেয়ার, টেবিল ও ছাতা বসানো হয়েছে। কাস্টমারদের বেপরোয়া হাঁটাচলার কারণে মরে গেছে অনেক সবুজ লতা।
অথচ, তার একপাশে পরিবেশ অধিদপ্তরের টাঙ্গানো সাইনবোর্ডও শোভা পাচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়দের দেয়া অভিযোগের সত্যতা মেলে।
দেখা গেছে, সী-ল্যাম্পের উত্তর দিক থেকে দক্ষিণ মাথা পর্যন্ত বালুতট দখলে নেয়া হয়েছে। উপড়ে ফেলা হয়েছে বালুচরে জেগে ওঠা সবুজ লতা। তার উপর চেয়ার টেবিল বসিয়ে চলছে দেদারসে ব্যবসা।
স্থানীয়রা বলছে, সাগর পাড়ে দখলবাজির কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মুহাম্মদ নাজমুল হুদা জানান, সাগর পাড়ের ভারসাম্য রক্ষা ও বালু ধরে রাখার জন্য সাগর লতাগুলো খুবই কার্যকর ভূমিকা রাখে। তা উপড়ে ফেলে দখল করা সম্পূর্ণ পরিবেশ আইনের লংঘন।
যারা একাজ করেছে তারা খুব অন্যায় করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।