সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেলেন কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাসটার্স) উপাধ্যক্ষ মাওলানা আজম মোবারক উল্লাহ চৌধুরী (৫৪)। ইন্নালিল্লাহি…রাজেউন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্ট চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজম মোবারক উল্লাহ চৌধুরী কক্সবাজার শহরের রুমালিয়ারছরা এলাকার মরহুম আমান উল্লাহ চৌধুরীর সন্তান। তিনি ২ পুত্র ৪ কন্যা সন্তানের জনক।
তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে তাঁর ফলোআপ নমুনা টেস্ট নেগেটিভ আসে।
ডায়াবেটিস, কিডনি ও হৃদ রোগে আক্রান্ত ছিলেন।
ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নূরী গত ৩১ আগস্ট অবসরে যাওয়ায় উপাধ্যক্ষ মাওলানা আজম মোবারক উল্লাহ চৌধুরী গত ১ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।