রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

হাটাহাজারী মাদ্রাসার নেতৃত্বে তিন আলেম, পরিচালক বাবুনগরী

বার্তা কক্ষ / ৫৮০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রাম সংবাদদাতা:
হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর মাদ্রাসাটি কীভাবে পরিচালতি হবে তা নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়েছে। আহমদ শফীর অবর্তমানে কে ধরবেন দেশের প্রধানতম কওমি এ মাদ্রাসার হাল? সেটার অবসান হয়েছে আহমদ শফীর দাফনের পররপই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়ে এশার নামাজের আগে তা শেষ হয়।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়- মাওলানা মুফতি আব্দুস সালাম, আল্লামা শেখ আহমদ ও আল্লামা ইয়াহিয়া এই তিনজনই যৌথভাবে মাদ্রাসা পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মহাপরিচালক নিয়োগ দেওয়া না হয়৷ তবে এই তিন আলেমের নেতৃত্বে থাকবেন মাওলানা মুফতি আব্দুস সালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শেখ আহমেদ।

পাশাপাশি মাদ্রাসার সহকারি পরিচালক থেকে কয়মাস আগে বাদ পড়া আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এবার পরিচালক (শিক্ষা) নিয়োগ দিয়েছে শুরা কমিটি।

এছাড়া মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা শোয়াইব। তিনি মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা জমির উদ্দিন রহ এর নাতি। বর্তমানে তিনি শাইখুল হাদীস হিসেবে আছেন। -সিভয়েস।