শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

হাটাহাজারী মাদ্রাসার নেতৃত্বে তিন আলেম, পরিচালক বাবুনগরী

বার্তা কক্ষ / ৬০০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

চট্টগ্রাম সংবাদদাতা:
হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর মাদ্রাসাটি কীভাবে পরিচালতি হবে তা নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়েছে। আহমদ শফীর অবর্তমানে কে ধরবেন দেশের প্রধানতম কওমি এ মাদ্রাসার হাল? সেটার অবসান হয়েছে আহমদ শফীর দাফনের পররপই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়ে এশার নামাজের আগে তা শেষ হয়।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়- মাওলানা মুফতি আব্দুস সালাম, আল্লামা শেখ আহমদ ও আল্লামা ইয়াহিয়া এই তিনজনই যৌথভাবে মাদ্রাসা পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মহাপরিচালক নিয়োগ দেওয়া না হয়৷ তবে এই তিন আলেমের নেতৃত্বে থাকবেন মাওলানা মুফতি আব্দুস সালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শেখ আহমেদ।

পাশাপাশি মাদ্রাসার সহকারি পরিচালক থেকে কয়মাস আগে বাদ পড়া আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এবার পরিচালক (শিক্ষা) নিয়োগ দিয়েছে শুরা কমিটি।

এছাড়া মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা শোয়াইব। তিনি মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা জমির উদ্দিন রহ এর নাতি। বর্তমানে তিনি শাইখুল হাদীস হিসেবে আছেন। -সিভয়েস।