সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উখিয়া উপজেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনারের যৌথ সাক্ষরে ২১ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে এনামুল করিম রাজীব সভাপতি, মোহাম্মদ আলম খাঁন সিনিয়র সহসভাপতি, সাবের আহমদ সাধারণ সম্পাদক, সোলতান আহামদ সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ বাবুল মিয়াকে সিনিয়র যুগ্মসম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটি প্রসঙ্গে জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার বলেন, দলের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনসহ দলীয় সকল কার্যক্রমকে আরো শক্তিশালী করতে নতুনভাবে কমিটি ঘোষণা করা হয়েছে।
উখিয়া উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা অবদান রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।