শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

১৯,৬০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বার্তা কক্ষ / ২৬৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪#  
উখিয়া রাজাপালং এলাকা থেকে ১৯,৬০০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব।

তারা হলেন- কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন (২০)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

খবর জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, দুইজন রোহিঙ্গা পাচারের জন্য বেশকিছু ইয়াবা নিয়ে অবস্থান করছিল জেনে অভিযান চালানো হয়। হাতেনাতে ২ জনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৩ টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯,৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার অনুমান মূল্য ৯৮ লক্ষ টাকা।

আটক দুই মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।