শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পেকুয়া উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে মুজিবুল হক চৌধুরী সভাপতি, হারুন-অর-রশিদ, মোঃ ওসমান গণি, মোঃ আজগর আলী ও মোঃ সিরাজুল ইসলাম সহ-সভাপতি, জামাল হোসেন সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন ও ফরিদ আলম (মাঝি) যুগ্ম সম্পাদক, শাহাব উদ্দিন ও আনিসুল হক সহসাধারণ সম্পাদক, আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোঃ ছাদেক হোসেন সাংগঠনিক সম্পাদক (১) ও আব্বাস উদ্দীন সাংগঠনিক সম্পাদক (২)।
জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার যৌথ সাক্ষরে ২৪ সেপ্টেম্বের এই কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটি প্রসঙ্গে জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, দলের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনসহ দলীয় সকল কার্যক্রমকে আরো শক্তিশালী করতে নতুনভাবে কমিটি ঘোষণা করা হয়েছে।
পেকুয়া উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা যে কোন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।