শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
বুধবার (৩ জুন) ৭০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে নতুন ‘পজেটিভ’ ২৩ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭জন, টেকনাফ উপজেলায় ৩জন, রামু উপজেলায় ৩জন ও চকরিয়া উপজেলায় ৮জন।
এছাড়া বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১জন ও লামা উপজেলার ১জন বাসিন্দা রয়েছে।
বাকী ৪৭জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৮৬ জন। যার মধ্যে ৩০জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।
কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ১৬জন। যার মধ্যে একজন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে। তবে, জেলা প্রশাসনের হিসাব মতে, ২ জুন পর্যন্ত ৯ জন মারা গেছে।