শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কক্সবাজারে নারী নেটওয়ার্ক গঠন

বার্তা কক্ষ / ২৬১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে নারী নেটওয়ার্ক গঠনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (সদর) তারাপদ চৌহান।
কক্সবাজার শহর ও সদরের বিভিন্ন এলাকার নারী উদ্দোক্তাদের নিয়ে কর্মশালাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা-কোস্ট ট্রাস্ট।
এতে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের ঊর্ধ্বতন সমন্বয়কারী মিজানুর রহমান।
সংস্থাটির জেন্ডার এন্ড কোস্টাল এ্যাকুয়াকালচার প্রকল্পের সহসমন্বয়কারী সোহেল মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় নারী উদ্দোক্তারা তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন প্রকল্প তৈরির আহবান জানান।
অংশ গ্রহণকারীরা জানিয়েছে, করোনাকালে তাদের খেত খামারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ, পানের দাম পায় নি। সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। পরিবারের প্রায় সবাই বেকার। এই মুহুর্তে ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান দরকার। কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা পেলে নিজেদের পাশাপাশি এলাকাকেও সমৃদ্ধ করতে পারবে।
সরকারি সুবিধা পেতে সকল পর্যায়ের জেলেদের নিবন্ধিত হওয়ার আহবান জানান জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান।
আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় সরকারী নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
কর্মশালা শেষে ২১ সদস্য বিশিষ্ট নারী নেটওয়ার্ক ও ১০ জনের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।