রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
লুটের রাজনীতি ও অসুস্থ প্রতিযোগিতা থেকে দেশকে মুক্ত করতে হবে
সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে চকরিয়া পৌর শহরের গ্রীনচিলি কনভেনশন হলে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী (এডভোকেট)।
তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাতে দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। গণতন্ত্র আজ প্রায় বিলুপ্ত। সব জায়গায় দুর্নীতি ও লুটপাটের উৎসব চলছে। দুদক সহ বিভিন্ন সংস্থার কাছে ধরা পড়ছে সরকারী দলের বড় বড় নেতারা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটের রাজনীতি ও অসুস্থ প্রতিযোগিতা থেকে দেশকে মুক্ত করতে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার বিকল্প নাই।
এইজন্য শ্রমিকদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের নেতাকর্মীদের দৃঢ় মনোবলে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মোস্তাক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি নাজেম উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন।
এর আগে দুপুরে চিরিঙ্গা বাইতুশ শরফ মসজিদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- খুটাখালি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, ডুলহাজারা সভাপতি মোহাম্মদ করিম, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, ফাঁসিয়াখালি সভাপতি নাজেম উদ্দিন, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, বমুবিলছড়ি সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর, কৈয়ারবিল সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, কাকারা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, মানিকপুর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকের আহমদ, বরইতলী সভাপতি আবদু ছমদ, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,
হারবাং সভাপতি মোহাম্মদ ফিরোজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি, উত্তর হারবাং সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।