বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ বিনিয়োগ ও সহজশর্তে অধিক লাভের আশ্বাস দিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে কামাল উদ্দিন নামক এক যুবক।
কিছুদিন আগেও কক্সবাজার শহরের অলিগলিতে দেখা যেত তাকে। চেনাজানা ব্যক্তিটির এখন আর দেখা মেলে না। হঠাৎ লাপাত্তা হয়ে গেছে অজানা উদ্দেশ্যে। মুঠোফোনও বন্ধ করে ফেলেছে। সম্ভাব্য ঠিকানায় গিয়েও তার সন্ধান মেলেনি। বিনিয়োগের প্রত্যাশায় টাকা দিয়ে দিশাহীন হয়ে পড়েছে কক্সবাজার শহরের অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী।
প্রতারণায় অভিযুক্ত কামাল উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর কোমার বাড়ি এলাকার বাসিন্দা খাইরুল ইসলামের ছেলে।
শহরের পানবাজার সড়কের বাটা মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী হামিদুল আলম বকুল জানান, বিনিয়োগের কথা বলে তার নিকট থেকে ১ লাখ ৭০ হাজার নিয়েছে কামাল উদ্দিন। বিশ্বাস জন্মানোর জন্য তাকে একটি চেকও দিয়েছে।
তিনি জানান, শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে কামাল উদ্দিনের অফিসের ঠিকানায় গিয়ে সন্ধান পাওয়া যায়নি। এমনকি ওই হোটেলে তার কোনো অফিস নাই বলে স্থানীয়রা জানিয়েছে।
শুধু হামিদুল আলম বকুল নয়, তার মত অসংখ্য সরলমনা ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে গেছে কামাল উদ্দিন।
খোঁজ নিয়ে জানা গেল, পানবাজার সড়কের ওষুধের দোকানদার জালাল উদ্দীনের কাছ থেকে ৪৫ হাজার টাকা, বিলকিস মার্কেটের কয়েকজন ব্যবসায়ী থেকে ১ লাখ ২০ হাজার টাকাসহ শহরের বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে অন্তত ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কামাল উদ্দিন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই প্রতারকের সন্ধানে নেমেছে। এই জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগীরা।
এদিকে, অভিযুক্ত কামাল উদ্দিনের ব্যবহারের দুটি নাম্বারে কল দিলে বন্ধ পাওয়া যায়। যে কারণে অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।