রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪
চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুল আলম জিকু করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
তার জন্য জরুরী ভিত্তিতে ‘ও পজিটিভ’ প্লাজমা প্রয়োজন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
অধ্যাপক নুরুল আলম জিকু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধা কচ্ছপিয়া স্কুল পাড়ার বাসিন্দা।
তিনি বর্তমানে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছরা এলাকায় স্বপরিবারে বসবাস করছেন। তার ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
অধ্যাপক জিকুর স্ত্রী রেজিয়া আক্তার জানিয়েছেন, সপ্তাহখানেক শারীরিক অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রক্তশূণ্যতা, ডায়াবেটিকে শারীরিক জটিলতা ক্রমেই বাড়তে থাকে। দুই দিন আগে ‘করোনা পজিটিভ’ ধরা পড়ে।