রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

স্বাভাবিক জীবনে ফিরছে বাঁশখালীর জলদস্যু সম্রাট বাইশ্যাসহ ১০ জন

বার্তা কক্ষ / ৬২৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪#  
অভিশপ্ত পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রামের বাঁশখালীর জলদস্যু সম্রাট আব্দুল হাকিম প্রকাশ বাইশ্যা ডাকাতসহ ১০ জন।
আত্মসমর্পণের উদ্দেশ্যে তাদেরকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে তারা সরকারের কাছে আত্মসমর্পণ করবে। -খবর নির্ভরযোগ্য সুত্রের।

বর্তমানে এসব জলদস্যু, সন্ত্রাসী অস্ত্র কারিগর ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে চলে গেছে। চলতি মাসের যে কোন দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের উপস্থিতিতে চট্টগ্রামের বাঁশখালীতে এই আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ১০ জন ছাড়া শতাধিক জলদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করতে পারে বলে সুত্রটি জানিয়েছে।

এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, জলদস্যু সম্রাট বাইশ্যা বিভিন্ন এলাকায় আস্তানা গেড়ে সাগরে দস্যুতা করে আসছিল। সে হয়তো নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে। শুক্রবার সে ও তার বাহিনীর ১০ সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে এসেছে।’

আত্মসমর্পণ প্রক্রিয়াটির মধ্যস্থতা করছেন সাংবাদিক এম এম আকরাম হোসাইন। এর আগেও তার মাধ্যমে মহেশখালীতে জলদস্যু ও অস্ত্রের কারিগররা আত্মসমর্পণ করে। এটি হবে সাংবাদিক আকরামের মধ্যস্থতায় জলদস্যুদের স্বাভাবিক জীনের স্বপ্ন দেখানোর দ্বিতীয় অনুষ্ঠান।