বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক ও ১টি বল্লম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোর রাতে সীমান্তের ৪২ নং পিলার এলাকা হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে হামিদাপাড়া নামক স্থানে অভিযান চালানো হয়।
সেখানে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও বল্লম উদ্ধার করে বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় জমা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিজিবির নবাগত জোন কমান্ডার যোগদানের পরে আরো ৩ ধাপে প্রায় ১৭ টির মত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ জানান, সিমান্তে মাদক, নারী, শিশু,পাচারকারিসহ সন্ত্রাসিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।