সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য বলে জানা গেছে। সেখানে মুন্নার ভাই গিয়াস উদ্দিনও রয়েছে।
রোহিঙ্গারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, চাঁদাবাজি, অপহরণ নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না বাহিনীর সাথে আরেক সন্ত্রাসী বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় উভয় গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ১ ঘন্টা উভয় গ্রুপের মাঝে থেমে থেমে গোলাগুলি হয়। ভারি অস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ৪ জন নিহত।
ঘটনার সত্যতা নিশ্চত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৪ আমর্ড পুলিশ ব্যাটলিয়ন এপিবিন অধিনায়ক আতিকুর রহমান।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান তিনি।
এর আগে ৪ অক্টােবর ভোরে দুই গ্রুপের সংঘর্ষে ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫) নামের দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো অন্তত দশজন। সেই সংঘের্ষর রেশ এখনো রয়ে গেছে। চলেছে সংঘাত-সংঘর্ষ।