শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

দারুল আরক্বমে সবক প্রদান অনুষ্ঠান

বার্তা কক্ষ / ২৮১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি#
কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় ক্ষুদে ছাত্র মুহাম্মদ তকি উদ্দীন উসমানীকে হিফজের ১ম সবক প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাদে ফজর বদর মোকাম সংলগ্ন ফয়সাল টাওয়ারের ৮ম তলায় প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিক সবক প্রদান করেন রেডিও টেলিভিশনের ক্বারী সাইফুল ইসলাম আল হোসাইনী এবং বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ।
সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মিসবাহ উদ্দীন ও হাফেজ মুদ্দাস্সির প্রমুখ।
উল্লেখ্য, উদ্দীন উসমানী ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক ক্বারী মাওলানা নুরুল আলমের কনিষ্ট সন্তান।