সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

সকালে দুর্ঘটনায় আহত নাইমুর মারা গেল রাতে

বার্তা কক্ষ / ৩৭৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীতে ট্রাকের ধাক্কায় আহত নাইমুর নামের ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নাইমুর খুটাখালী গর্জনতলী এলাকার ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ে।

এর আগে একইদিন সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনায় শিশুটি আহত হয়েছিল।

স্থানীয় লোকজন জানায়, মহাসড়ক পার হচ্ছিল শিশু নাইমু। এসময় কক্সবাজার অভিমূখী একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় ১৩ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এটি পুলিশ ফাঁড়িতে রয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি ফাঁড়িতে জব্দ রাখা হলেও চালক পলাতক রয়েছে।