সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
বার্তা পরিবেশকঃ
‘ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বদলী ঠেকাতে কোটি টাকার মিশন’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
এই সংবাদে যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রপূর্ণ, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন।
সর্বোপরি সংবাদটি সরকারি কাজে বাধাদান ও মানহানিমূলক।
বনজ সম্পদ ধ্বংসকারীদের একটি চক্র সংবাদটি আমার বিরুদ্ধে প্রকাশ করিয়েছে। কারা অপপ্রচার করছে তা আমার কাছে স্পষ্ট। বিভিন্ন সুত্র থেকে আমি জেনেছি।
ফুলছড়ি রেঞ্জে আমি দায়িত্ব নেয়ার পর থেকে বনজ সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছি।
আমার পরিশ্রম, কর্মদক্ষতা ও নীতি-নৈতিকতার বিষয়ে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
আমার দায়িত্বশীলতা ও কর্ম তৎপরতার কারণে ঊর্ধ্বতন অফিস আমাকে অানুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেছে। যা বন বিভাগে দৃষ্টান্ত হয়ে অাছে।
বন রক্ষায় আমার কর্মপরিকল্পনা ও বলিষ্ঠ ভূমিকায় বনের শত্রুরা কোনঠাসা হয়ে পড়ে। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো কিছু প্রক্রিয়াধীন।
এসব কারণে কাঠচোর, পাহাড় খেকো ও বন মামলার আসামিরা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে গণমাধ্যমকে ‘অপপ্রচারের হাতিয়ার’ হিসাবে ব্যবহার করছে।
সরকারী বন সম্পদ ধ্বংসকারী ও পাহাড় খেকোদের নিকট থেকে সুবিধাভোগী কিছু সংবাদকর্মী নামধারী লোক সরকারি কাজে বাধাদান এবং মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
আমার সরকারি দায়িত্ব পালনকে বাধাগ্রস্থ করতে যারা প্রোপাগান্ডা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ আবু জাকারিয়া
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা
কক্সবাজার উত্তর বনবিভাগ।