সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা পর্যটকবাহী বাস, নিহত ২

বার্তা কক্ষ / ২৫২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক#
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরো অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায় নি।
রবিবার (১১অক্টোবর) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সাংবাদিক আবদুল হামিদ জানান, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪- ২৯৩৭ নং বাসটি মহাসড়কের ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহেদর পাড়া অংশে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বস্থ গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের পুরো অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটক যাত্রী নিহত হয় এবং আরো ১০ যাত্রী আহত হয়। হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে পুলিশ।