সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কয়লা রেস্টুরেন্টসহ তিন খাবার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বার্তা কক্ষ / ২৭৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪#
পর্যটন শহর কক্সবাজারের তিনটি খাবার প্রতিষ্ঠানকে পৃথক অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় অভিযান চালায়।

এতে দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- লাবনী বীচ এলাকার কয়লা রেস্টুরেন্ট ১০ হাজার টাকা, সেকেন্ড হোম কিচেন ১০ হাজার টাকা এবং চিটাগাং রেস্টুরেন্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না রাখা, পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকার এবং মূল্য তালিকা ঘষামাজা করে মূল্য বৃদ্ধি করার অপরাধে এসব প্রতিষ্ঠানকে দণ্ড দেয়া হয়েছে।

তিনি জানান, অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যাবহার না করা, মূল্য বেশি না রাখা এবং আগত অতিথিদের সাথে শোভন আচরণ করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।