শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছারসহ তিনজনের বিরুদ্ধে করা দুর্ণীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলায় বিচারিক কার্যক্রম শুরু করেছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সার্কিট বেঞ্চ।
রোববার (১১ অক্টোবর) কক্সবাজার আদালতে বসা চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল হোসেনের সার্কিট বেঞ্চ পৃথক তিন মামলায় বিচারিক কার্যক্রমে মোট ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন।
এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. সাইফুদ্দিন পারভেজ।
আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সরকারি জায়গা দীর্ঘমেয়াদি ইজারা দেয়া, একজনের বিরুদ্ধে ব্যাংকের এফডিআর’র ১১ লাখ টাকা আত্মসাত মামলা ও খতিয়ান জালিয়াতির পৃথক মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।