রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা।
গত ১২ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার শাখার সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মোঃ আব্দুছ সালাম মন্ডল স্বাক্ষরিত ৭৪ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।
নতুন স্পেশাল পিপি হিসাবে নিয়োগ পাওয়া সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্পেশাল পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান এর সন্তান। তিনি ২০০৯ সালের ৮ ডিসেম্বর কক্সাবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করেন। সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে এনরোলমেন্ট হন। কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , আইন কলেজের প্রভাষক এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড এর একজন প্যানেল আইনজীবী।