রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

স্পেশাল পিপি হলেন এড. রেজাউর রহমান

বার্তা কক্ষ / ৩৬১ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা।

গত ১২ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার শাখার সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মোঃ আব্দুছ সালাম মন্ডল স্বাক্ষরিত ৭৪ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

নতুন স্পেশাল পিপি হিসাবে নিয়োগ পাওয়া সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্পেশাল পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান এর সন্তান। তিনি ২০০৯ সালের ৮ ডিসেম্বর কক্সাবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করেন। সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে এনরোলমেন্ট হন। কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , আইন কলেজের প্রভাষক এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড এর একজন প্যানেল আইনজীবী।