বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর বলেন, শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এডভোকেট শেখ আনসার আলী সারা জীবন নিঃস্বার্থ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন প্রেরণা।
দেশ ও জাতির কল্যাণে তাঁর সংগ্রামী জীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবে।
শেখ আনসার আলী স্মরণে বুধবার কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আলমগীর এ কথা বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর,
অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সদর উপজেলা সভাপতি মোস্তাক আহমেদ মেম্বার, পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, কুতুবদিয়া সভাপতি মাওলানা আবদুর রহমান ও মাওলানা হাসান শরীফ প্রমূখ।
সভাপতি তাঁর বক্তব্যে আরও বলেন, শেখ আনসার আলী সারাদেশে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভুমিকা পালন করার পাশাপাশি লিখনির মাধ্যমে ইসলামি শ্রমনীতিকে সহজভাবে উপস্থাপন করেন।
মরহুম এডভোকেট শেখ আনসার আলী বহুমুখী প্রতিভাধর ও বহুমুখী দায়িত্ব পালনকারী এক ক্ষণজন্মা জননেতা।
তিনি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি যেমনি রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তেমনি শ্রমিকজনতার সুখে-দুখে ছুটে গিয়েছেন তাদের দ্বারে দ্বারে।
একজন সংসদ সদস্য হিসেবে তিনি ছিলেন দক্ষ পার্লামেন্টারিয়ান ও জনদরদী জননেতা।
দোয়া মাহফিলে কক্সবাজার জেলা সহ-সভাপতি পরিবহন শ্রমিকনেতা নুরুল ইসলামের মাতার রুহের মাগফিরাত ও স্বজন, সহকর্মী ও অনুরক্তদের সবরে জামিলের জন্য দোয়া-মুনাজাত করা হয়।