রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
১৫ অক্টোবর দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় ‘বেকার সুমনের ইয়াবা যাদুতে শুন্য থেকে কোটিপতি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মানহানিকর।
সংবাদে বলা হয়েছে, দুই বছর আগেও নাকি আমার ‘রিক্সা ভাড়া’ ছিল না।
অথচ, ২০১৪ সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম শ্রেণির ঠিকাদার। আমার ট্রেড লাইসেন্স নং-২৫৮২৮। আমি নিয়মিত সরকারী করদাতা। তথাপিও ইয়াবার মতো স্পর্শ কাতর বিষয়ের সাথে আমাকে জড়ানো খুবই দুঃখজনক ও মানহানিকর। বিভ্রান্তিকর ও তথ্যবিবর্জিত এমন সংবাদ একজন সংবাদকর্মীর নিকট অপ্রত্যাশিত।
সংবাদে আমার নামে যে গাড়ি দেখানো হয়েছে তার ৩১ লাখ টাকার মধ্যে লংকাবাংলা ফাইন্যান্স থেকে ২১ লাখ টাকা ঋণ নিয়ে কিনেছি।
সংবাদে আমার নামে ২ দুইটি এফজেড গাড়ি থাকার কথা মোটেও সত্য নয়। তবে, আমি পৈত্রিকভাবে প্রতিষ্ঠিত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোস্তাফিজুর রহমান নামে কোন ঠিকাদার সমিতির সভাপতি না থাকা সত্ত্বেও সংবাদে এরকম ব্যক্তির নামে বক্তব্য ছাপানো হয়েছে। সংবাদটি যে কাল্পনিক তারই প্রমাণ।
সেন্ট্রাল কম্পিউটারস ও মনোয়ারা করপোরেশন নামে আমার লাইসেন্স। কিন্তু সংবাদে উল্লেখিত মরিয়ম ট্রেডার্স নামে কোন প্রতিষ্ঠান আমি চিনি না।
‘মাহবুব কক্স’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইতোপূর্বে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
এ ব্যাপারে গত ১২ অক্টোবর সদর মডেল থানায় অভিযোগ করি। একইভাবে ১৪ অক্টোবর র্যাবের নিকট লিখিত অভিযোগ দায়ের করি। সংবাদটিতে ‘মাহবুব কক্স’ এর সম্পৃক্ততা থাকতে পারে।
সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি।
প্রতিবাদকারী
শহিদুল ইসলাম সুমন
পিতা- তহসিল আহমদ
পাহাড়তলী, পৌরসভা, কক্সবাজার।