শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক#
বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলের মুক্তির দাবিতে দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে শহরের ফিরোজা মার্কেট, কবির মার্কেট, গোলজার মার্কেট, আপন টাওয়ার, এআর সিটি সেন্টার, শর্মা শপিং, রেজা প্লাজা, এন্ডারসন সড়ক, বাটা মার্কেট, হাসেম টাওয়ার, এআর সেন্টার, পানবাজার রোড, হকার মার্কেট, স্বর্ণ মার্কেট, ক্রোকারিজ মার্কেট, নূর মোহাম্মদ কমপ্লেক্স, এ ছালাম মার্কেট, নবাব মার্কেটসহ শহরের অনেক দোকান ও মার্কেট বন্ধ রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ব্যবসায়ীদের বৈঠক এই সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকে সমিতির সভাপতি রফিক মাহামুদ, কার্যকারী সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান কাজল, আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আমিন, মনির আহমদ সওদাগর, জাহেদুল ইসলাম, নাসির উদ্দিন সুমন, তৌহিদুল ইসলাম, মোবারক হোসাইনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার সুগন্ধা পয়েন্টে দোকানপাট উচ্ছেদ অভিযান থেকে আমিনুল ইসলাম মুকুলকে গ্রেফতার করে পুলিশ।