শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

শুঁটকি খাতে শিশুশ্রম নিরসনে সমন্বয় সভা

বার্তা কক্ষ / ৪৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪#
শুঁটকি খাতে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল এর ক্লাইম্ব প্রকল্পের ‘ক্লাইম্ব এডভোকেসী নেটওয়ার্ক টিম’ এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্মেলন কক্ষ অরুনোদয় স্কুলে সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ।

ক্লাইম্ব প্রকল্পের অধীনে শুঁটকি খাতে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কক্সবাজার ও মহেশখালীর বিভিন্ন এনজিও, সিএসও , আইনজীবী, গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ইপসার বাস্তবায়িত ক্লাইম্ব প্রকল্পের ত্রৈমাসিক এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার সিরাজ উদ্দিন, নোঙরের নির্বাহী পরিচালক ও ক্লাইম্ব নেটওয়ার্ক এডভোকেসী টিমের সভাপতি দিদারুল আলম রাশেদ, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট সাকী এ কাউছার, সিইসিডিএস মোঃ তানভীর শরীফ, উইনরক ইন্টারন্যাশনালের এম এন্ড ই স্পেশালিস্ট মোঃ খাইরুল ইসলাম এবং ক্লাইম্ব প্রকল্প সমন্বয়কারী বিশজিৎ ভৌমিক।

ইউ এস ডিপার্টমেন্ট অফ লেবার (USDoL) এর আর্থিক সহায়তায় শুঁটকিপল্লীতে শিশুশ্রম নিরসনে আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সহযোগিতা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা এবং নিজেদের অবস্থানে শিশুশ্রম নিরসনে নিজ উ্দ্যেগে বিভিন্ন কর্মসূচী গ্রহনের পরিকল্পনা গৃহীত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন ইপসার ইউসুফ আলী, কাজী মোঃ ইউসুফ ও মেজবাহ উদ্দিন মাসুম।