শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন লায়ন মুজিব

বার্তা কক্ষ / ৩৭৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জনাব লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল হামিদ কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন লাভ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সিজিএম) মো: রেজাউল করিমের আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২০ তিনি হাইকোর্ট থেকে উক্ত মামলায় ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালিন জামিন পেয়েছিলেন।
সিবিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজ‘র প্রাক্তন চেয়ারম্যান সালাহউদ্দীন আহমদের প্রতিহিংসার শিকার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্তের অংশ হিসেবে সালাহউদ্দীন আহমদের অন্যায্য চাপ ও প্ররোচনায় গত ২ জুন ট্রেজারার প্রফেসর আবদুল হামিদ নিজেকে বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ মুজিবুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অর্থ আত্মসাতের অভিযোগ তোলে মামলা দায়ের করেছিলেন।
মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ অনুযায়ী প্রতিষ্ঠাতা লায়ন মো: মুজিবুর রহমানসহ অন্য দুইজন ট্রাস্টি আবদুস
সবুর ও আবদুল মাবুদ কর্তৃক উপস্থাপিত উপযুক্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও উভয় পক্ষের শুনানী শেষে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সকলের জামিন মঞ্জুর হয়।