শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির নির্বাচন ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এজন্য ভোটার হওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৭ অক্টোবর রাতে নির্বাচন কমিশনের সাথে সমিতির কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার তৈয়ব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাষ্টার বোরহান উদ্দিন চৌধুরী, এস্তেফাজুর রহমান ও সমিতির সভাপতি সেক্রেটারিসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ৫ ডিসেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সমিতির চাঁদা হালনাগাদ করতঃ ভোটার হওয়ার শেষ তারিখ নির্ধারন করা হয় ১৫ নভেম্বর।
সমিতির সম্মানিত সদস্যদেরকে চাঁদা হালনাগাদ করে ভোটার হওয়ার এবং সফলতার সাথে নির্বাচন সম্পন্নকরণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী ও সেক্রেটারী জেবর মুল্লুক।