শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
টেকনাফ সংবাদদাতাঃ
টেকনাফ উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠিত হয়েছে।
এতে মাস্টার এম এ মঞ্জুর সভাপতি এবং ফেরদৌস আলম হেলাল মুন্সি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটিতে মাহাবুবর রহমান সিনিয়র সহসভাপতি, আব্দুল ওয়াজেদ যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াবুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেরুজ্জামান ও সদস্যসচিব মুফিজুর রহমান মফিজ এই কমিটি অনুমোদন দেন।
পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে তৃণমূলে আরো সুসংহত ও শক্তিশালী করতে সর্বস্তরের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন সভাপতি এম এ মঞ্জুর ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম হেলাল মুন্সিসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।