বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

লুটপাট ও ভাগাভাগির সরকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ- লুৎফুর রহমান কাজল

বার্তা কক্ষ / ৩৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ
লুটপাট ও ভাগাভাগির সরকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ। তারা মধ্যরাতে ভোট ডাকাতি করে মানুষের ঘৃনা অর্জন করেছে। অন্যদিকে বিএনপি নির্যাতন নিপীড়ন সহ্য করেও মানুষের ভালোবাসা নিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

বুধবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর নেতৃত্বে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে গেলে লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে সমাজসেবার মূলমন্ত্রে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, বর্তমানে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা কথায় কথায় উন্নয়নের কথা বলে থাকে। তারা যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনে এত ভয় কেন?

তিনি আরোও বলেন, আজকে যারা ক্ষমতাসীন, তাদের কাছে জনগণের মতামতের কোন গুরুত্ব নেই। তারা বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছে। এর বিচার জনগণকেই করতে হবে। আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হয়ে গণতান্ত্রিক শক্তিতে বলীয়ান হয়ে এই হিংসাপর আওয়ামী লীগকে তীব্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধার করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আবদুল করিম চেয়ারম্যান, আবদুর রহিম চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, সাবেক সদস্য সচিব টিপু সুলতান চৌধুরী, জোয়ারিয়ানালা বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, খুনিয়া পালং বিএনপির সভাপতি এস,এম ফরিদ, গর্জনিয়া বিএনপির সভাপতি আবদুল আলীম, ঈদগড় বিএনপির সভাপতি ডাঃ ইব্রাহিম বাবুল, রশিদ নগর বিএনপির সভাপতি মুসলেহ উদ্দীন চৌধুরী, মিঠাছড়ী বিএনপির সভাপতি নুরুল কবির মুজিব মেম্বার, চাকমারকুল সভাপতি শাহ আলম কোং, রাজারকুল বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ, বিএনপি নেতা নুরল আজিম মাইজ্জা, হেফাজ উদ্দিন মেম্বার, মোজাহের মিয়া মেম্বার, রফিকুল ইসলাম এল,এল,বি, জোয়ারিয়ানালা সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কচ্ছপিয়া সাধারন সাধারণ সম্পাদক মাইমুনুল হক, ফতেখারকুল বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন বাবু,উপজেলা বিএনপি নেতা লিয়াকত আলী খান, শেখ আবদুল্লাহ , ফয়সাল কাদের, শাহনুর উদ্দিন বাবু, আবুল কাসেম, শাহজাদা মামুন, মোক্তার আহমদ মেম্বার, আবু তালেব ছোটন, তৌহিদুল ইসলাম, কলিম উল্লাহ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এইচ,এম মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আনছারুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, যুগ্ম আহবায়ক, আজিজুল হক আজিজ,সাইদ হোসাইন আকাশ, নুরুল আবছার শাকিল, তানবিরুল ইসলাম অভি, যুবদল নেতা হেমসেল সরওয়ার, এরশাদ উল্লাহ, মুফিদুল আলম,হান্নান মেম্বার, মোঃ শাহিন,রবিউল হাসান পারভেজ, আবদুল্লাহ ভুট্টো,দিদার, নজরুল ইসলাম, রিফাত শাহরিয়ার, মনজুর আলম মানিক ও পলাশ মনি ওসমান।

এ সময় রামু উপজেলা বিএনপি নেতা মুফিদুল আলম, কাউয়ারখোপ বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হানিফ জিহাদী, কচ্ছপিয়া বিএনপি সভাপতি ছৈয়দ আলম, মিঠাছড়ি বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল, খুনিয়াপালং বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, রাজারকুল বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক, রশিদ নগর বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ঈদগড় বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ চৌধুরী, গর্জনিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ, বিএনপি নেতা ডাঃনাসির উদ্দিন, উপজেলা যুবদল সহ-সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ,যুবদল নেতা নাজিম উদ্দিনসহ বিএনপি,যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।