শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসা কক্সবাজার-এর সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মাদরাসার ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের সবক প্রদান করেন কক্সবাজার রহমানিয়া মাদরাসার পরিচালক ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা আলমগীর হোছাইনের সভাপতিত্বে এতে শিক্ষক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ আজাদ, মাস্টার মুহাম্মদ হেলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষাদীক্ষা ও কারিকুলামে অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নূরানী, নাজেরা, হিফজ, তাসমী ও মুসাবাকাহ বিভাগে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারে পড়ানো হয়।
পবিত্র কুরআন হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও আরবী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। পাঠদান করেন আন্তর্জাতিক মানের শিক্ষকবৃন্দ।
মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা আলমগীর হোছাইন।