শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান

বার্তা কক্ষ / ৪২১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসা কক্সবাজার-এর সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মাদরাসার ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের সবক প্রদান করেন কক্সবাজার রহমানিয়া মাদরাসার পরিচালক ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা আলমগীর হোছাইনের সভাপতিত্বে এতে শিক্ষক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ আজাদ, মাস্টার মুহাম্মদ হেলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষাদীক্ষা ও কারিকুলামে অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নূরানী, নাজেরা, হিফজ, তাসমী ও মুসাবাকাহ বিভাগে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারে পড়ানো হয়।
পবিত্র কুরআন হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও আরবী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। পাঠদান করেন আন্তর্জাতিক মানের শিক্ষকবৃন্দ।
মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা আলমগীর হোছাইন।