বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন, বয়স অনুমান ৩২ বছর, পিতা-কাদের হোসেন, মাতা-তৈয়বা বেগম, ঠিকানা-উত্তর রুমালিয়ারছরা হাশেমিয়া মাদরাসা সংলগ্ন, ৫ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
গত ৮ নভেম্বর সকাল ১০টায় প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে নি। তার ব্যবহারের মোবাইল নং-০১৮৬৬-৩৫২৬০২, ০১৭৯১-২৫৭৫১৯, ০১৮৮৯-৮৪৪০৫১, ০১৮৮৫-৩২৪৪৭৭ এ যোগাযোগ করলেও বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজনের বাসাবাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মেলে নি।
তার পরনে ছিল জিন্স প্যান্ট ও টিশার্ট। গায়ের রং ফর্সা। আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে গত ১১ নভেম্বর কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। যার নং-৬৭৯।
কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে জানাতে অনুরোধ করা হলো।
০১৮৬২-৮৮৬৪৪৭
০১৮১৩-৯৯৬৬৬৪।