শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাং শাজাহান আলির সহধর্মীনির সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক।
সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টুয়াক অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ফাউন্ডার চেয়ারম্যান এমএ হাসিব বাদল, সহ-সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম (তোহা), যুগ্ম সম্পাদক এস এ কাজল, আরিফুল ইসলাম, আল আমিন বিশ্বাস তুষার, সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, সাংস্কৃতিক সম্পাদক ইদ্রিস আলী এবং নুরুল আলম রনিসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসি ও এডিএমের সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার ঝাউতলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়াহিদুল ইসলাম জিহাদী।