বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
সেলিম উদ্দীন, ঈদগাঁহ:
চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী কাজী সাকের আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজেউন।
বৃহষ্পতিবার (৪ জুন) ভোর সাড়ে চারটায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি ইউনিয়নের দক্ষিন পাড়ার মরহুম মাওলানা ফয়েজ আহমদের তৃতীয় পুত্র। তিনি ২ কন্যা, ১ পুত্র সন্তানের জনক।
কাজী সাকের আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে।
একইদিন বাদে আছর খুটাখালী কিশলয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা হয়েছে বলে জানান মরহুমের ভাতিজা খুটাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কেএম জুলকারনাইন।
ব্যবসায়ী কাজী সাকের আহমদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।