শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
চিপচের প্যাকেটের ভেতরে লুকিয়ে পাচারকালে ৯২৩৯ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
তারা হলো- টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের হলিডের মোডে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির এক কর্মকর্তা জানান, চিপসের প্যাকেটের ভেতর করে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজি অটোরিক্সায় করে সররাহের ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপস্ চালানটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী ঝালমুড়ির প্যাকেটের থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গণনা করে পাওয়া যায় ৯২৩৯ ইয়াবাগুলো জব্দ করা হয়।
ডিবির ওসি মোহাম্মদ আলী বলেন, এই সিন্ডিকেটটি দীর্ঘদিন অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিলো মনে হচ্ছে। এই সিন্ডিকেটের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে। আটকদের জিজ্ঞাসাবাদ করে আমরা আরো কারো জড়িত সব তথ্য বের করার চেষ্টা করবো।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে থানায় সোপর্দ করা হবে বলে জানান ডিবির ওসি।