সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
সেদিন কথা দিয়েছিলাম রাজশাহীর দিল আফরোজ খুকি আপার সাথে দেখা করবো। শত ব্যস্ততার মাঝেও অবশেষে রাজশাহী এসে খুকি আপার সাথে তার নিজ বাড়িতে দেখা করলাম। কথা দিয়েছি। কথা রেখেছি।
খুকি আপার হজ্জ্ব করার জন্য ১ লক্ষ টাকার অনুদান তার হাতে তুলে দিতে পেরে আমি নিজেই সাচ্ছন্দবোধ করছি।
সবাই খুকি আপার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।
সবাই যার যার বাড়ির আশেপাশে ও যার যার এলাকায় এমন খুকি আপারা থাকলে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রইলো।
টুয়াক সভাপতি
তোফায়েল আহমদের ফেসবুক থেকে।
উল্লেখ্য, রাজশাহীতে একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকির ভিডিও সম্প্রতি ভাইরাল হওয়ায় আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি।
তার জীবিকা নির্বাহ ও ইচ্ছের কথাগুলো ছুঁয়েছে মানুষের হৃদয়। খুকির ভবিষ্যৎ দিনগুলো যেন সুন্দর হয়, তাই তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।