সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ, সম্পাদক ইত্তেহাদ

বার্তা কক্ষ / ৪৩৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

মোঃ উসমান গণিঃ
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়ন যুবলীগ দ্বি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আ.ন.ম আমজাদ হোসেন।

সাধারণ সম্পাদক পদে অহিদুর রহমান ইত্তেহাদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কাউন্সিলরদের ভোটে বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র সহসভাপতি আরফাত উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, সহসাধারণ সম্পাদক এখলাছ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টায় ইউনিয়ন পরিষদ মাঠে সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব.) ফোরকান আহমদ।

তিনি বলেন, বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে হিসাবে গড়ে তুলতে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ্য নেতৃত্বে দেশের ৬৪ জেলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনকে একযোগে কাজ করতে আহবান জানান প্রধান অতিথি।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনে সঞ্চালনায় দলীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলন মঞ্চে অতিথি ও নবনির্বাচিত নেতৃবৃন্দ

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

উদ্বোধনী বক্তব্য রাখেন সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- সদর আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সদর সেচ্ছাসেবক লীগের সভাপতি এড.একরামুল হুদা, জেলা যুবলীগ সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু।

আরো বক্তব্য দেন- সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, সহসভাপতি ওসমান সরওয়ার ডিপো, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আমির, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, ছাত্রনেতা আবুহেনা বিসাদ, ছাত্রনেতা ইরফানুল করিম।

উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাঈল সিআইপি, পোকখালী আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিক আহমদ, সদর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক নুরুল হুদা, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেল উদ্দিন মুকুল, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, জামিল উদ্দিন শাম, ঈদগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন রাশেদ, জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক জিয়াবুল মোর্শেদ, ইসলামপুর যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ, যুবনেতা সাহেদ কামাল, শামসুল আলম, আনোয়ারুল আজম খোকন, তানজিদ ওয়াহিদ লোটাস, মনজুর আলম, ইত্তেহাদ, সুজন, পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোরাইম, সাধারণ সম্পাদক মোঃ হাসান।