শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার মহিলা হিফয বিভাগের মেধাবী ছাত্রী তাহিয়্যাতুল জান্নাতের ৩০ পারা কুরআনের হিফয সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে শহরের বদর মোকাম সংলগ্ন ফয়সাল টাওয়ারস্থ ক্যাম্পাসে হিফয সবক সমাপনী উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- লালদীঘি জামে মসজিদের সেক্রেটারি রফিকুল ইসলাম, মসজিদের সদস্য ফয়সাল হুদা, পিএমকে স্টোরের সত্ত্বাধিকারী আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, দারুল কুরআন কমপ্লেক্সের শিক্ষা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহিব্বুল্লাহ, ক্বারি নুরুল হক, ক্বারি আব্দুর রহমান, হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এড. রিদওয়ানুল কবির, হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ডাক্তার ফয়সাল বিন নুরুল হুদা।
হাফেযা তাহিয়্যাতুল জান্নাত হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার সেক্রেটারি কাজি ক্বারি মাওলানা সাইফুল্লাহ কাসেমীর কন্যা।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা বলেন, যতদিন পৃথিবী থাকবে কুরআন এভাবে কচিকাচা শিশুদেন মুখে তিলাওয়াত হতে থাকবে।
বক্তাগণ আরো বলেন, কুরআন মুখস্ত খতম করা এটা এত সহয বিষয় নয়। প্রত্যেকটি ছাত্রের লাইফে এটা একটি মাইলফলক হয়ে থাকবে। বক্তাগণ ছাত্র- ছাত্রীদেরকে শাব্দিক কুরআন পঠনের পাশাপাশি কুরআনের অর্থ বুঝে পরবর্তি জীবনে কুরআনের আদর্শের উপর অটল থাকার প্রতি গরুত্ব দিতে বলেন।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্রের অভিভাবক উপস্থিত ছিলেন।