সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

১২ হাজার ৭০০ ইয়াবাসহ উখিয়ায় আটক ১

বার্তা কক্ষ / ২৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
১২ হাজার ৭০০ পিচ ইয়াবাসহ উখিয়ায় র‍্যাব-১৫ একজন ইয়াবাকারবারীকে আটক করেছে। আটককৃত ইয়াবাকারবারীর নাম সুরত আলম (৩২)। সে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলুদিয়া মরিচ্যার মৃত মোজাফফর আহমদ এর পুত্র।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ৯ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উক্ত ইয়াবাকারবারীকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশের আবদুল্লাহ স্টোরের সামনে থেকে আটক করা হয়। পরে ধৃত মাদককারবারী সুরত আলমের কাছে থাকা শপিং ব্যাগ থেকে ১২৭০০ পিস ইয়াবা টেবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদককারবারী দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারা দেশে বেচা কেনা করত বলে র‍্যাব-১৫ এর কাছে স্বীকারোক্তি দিয়েছে।

ধৃত আসামীকে উখিয়া থানায় উদ্ধারকৃত ইয়াবা সহ হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ধৃত মাদককারবারী সুরত আলমের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩১(১) এর ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে উখিয়া থানা সুত্রে জানা গেছে।