রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

জন্মদিনে এলাকাবাসীকে শীতবস্ত্র উপহার দিলেন প্যানেল মেয়র পাখি

বার্তা কক্ষ / ৫৩৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
১০ ডিসেম্বর ছিল কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহেনা আক্তার পাখির জন্মদিন।

সাধারণত ঢাকঢোল পিটিয়ে জন্মদিন পালন করার প্রবণতা এ সমাজে বেশ দেখা যায়।

কিন্তু তার ব্যতিক্রম জন্মদিন পালন করলেন সমুদ্র জনপদের সাহসী নেত্রী পাখি।

দিনভর বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা জানায়।

তবে, শাহেনা আক্তার পাখিকে ঘিরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করতে দেখা দেখা যায়নি।

জন্মদিন উপলক্ষে নিজে গিয়েই বাজার থেকে পছন্দের শীতবস্ত্র কিনে এনে তা উপহার দেন এলাকাবাসী, বন্ধুবান্ধব ও স্বজনদের। আর শীতের শুরুতেই এই উপহারটুকু পেয়ে সবাই উপকৃত-উৎফুল্লিত হয়েছে।

শাহেনা আক্তার পাখির বয়সের গণ্ডি বেশি না হলেও মনের গণ্ডি অনেক বিস্তৃত ও প্রশস্ত। তিনি মানুষকে দিতে ভালোবাসেন। অক্লান্ত পরিশ্রম করতে জানেন। দিন শুরু হয় পরোপকার দিয়ে। কাজের চাপে দিনের বেলায় মোটেও অবসর পান না। তবু বিরক্ত নন। মানবসেবা ও পরোপকারের তৃপ্তি নিয়েই ঘুমাতে যান রাতের বিছানায়।

জন্মদিনে যারা শুভ কামনা করেছেন; ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহেনা আক্তার পাখি।

জীবনের বাকি সময়টুকু যেন এভাবেই কাটিয়ে দিতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।