রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
১০ ডিসেম্বর ছিল কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহেনা আক্তার পাখির জন্মদিন।
সাধারণত ঢাকঢোল পিটিয়ে জন্মদিন পালন করার প্রবণতা এ সমাজে বেশ দেখা যায়।
কিন্তু তার ব্যতিক্রম জন্মদিন পালন করলেন সমুদ্র জনপদের সাহসী নেত্রী পাখি।
দিনভর বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
তবে, শাহেনা আক্তার পাখিকে ঘিরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করতে দেখা দেখা যায়নি।
জন্মদিন উপলক্ষে নিজে গিয়েই বাজার থেকে পছন্দের শীতবস্ত্র কিনে এনে তা উপহার দেন এলাকাবাসী, বন্ধুবান্ধব ও স্বজনদের। আর শীতের শুরুতেই এই উপহারটুকু পেয়ে সবাই উপকৃত-উৎফুল্লিত হয়েছে।
শাহেনা আক্তার পাখির বয়সের গণ্ডি বেশি না হলেও মনের গণ্ডি অনেক বিস্তৃত ও প্রশস্ত। তিনি মানুষকে দিতে ভালোবাসেন। অক্লান্ত পরিশ্রম করতে জানেন। দিন শুরু হয় পরোপকার দিয়ে। কাজের চাপে দিনের বেলায় মোটেও অবসর পান না। তবু বিরক্ত নন। মানবসেবা ও পরোপকারের তৃপ্তি নিয়েই ঘুমাতে যান রাতের বিছানায়।
জন্মদিনে যারা শুভ কামনা করেছেন; ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহেনা আক্তার পাখি।
জীবনের বাকি সময়টুকু যেন এভাবেই কাটিয়ে দিতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।