সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

জলবায়ু উদ্ভাস্তু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

বার্তা কক্ষ / ৩৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার সদরের খূরুশকুল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৬০০ জলবায়ু উদ্ভাস্তু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হেেছ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, সদর উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান হামিদা তাহের, কক্সবাজার পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, পৌর কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ বিতরণকালে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পে স্থান পাওয়া জলবায়ু উদ্ভাস্তুরা প্রথম বারের মতো ত্রাণ সামগ্রী পেয়ে উৎফুল্লিত হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি।