রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সম্মেলনঃ বাহাদুর সভাপতি, মুহসিন সম্পাদক

বার্তা কক্ষ / ৩৬৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার ‍দ্বি-বার্ষিক সম্মেলন (২০২১-২২ সেশন) সম্পন্ন হয়েছে।

জেলা সভাপতি মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সাবেক জেলা সেক্রেটারী শহিদুল মোস্তফা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

তিনি বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ সরকারের একটি নিবন্ধিত শ্রমিক ফেডারেশন। শ্রমিক অঙ্গণকে দক্ষ-জনশক্তিতে রূপান্তর করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন বরাবরের মতো অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

শ্রমিক নেতা কবির আহমদ বলেন, “মালিক-শ্রমিক ভাই-ভাই” এ স্লোগানের মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিটি শ্রমিককে দক্ষ ও নীতিবান মানুষ হিসেবে শ্রমিক সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারেও শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।

দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ ২০২১-২২ সেশনের জন্য শামসুল আলম বাহাদুরকে জেলা সভাপতি ও মুহাম্মদ মুহসিনকে জেলা সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করেন।

নব-নির্বাচিত জেলা সভাপতি ও সেক্রেটারীকে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।

দ্বি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইসহাক আহমদ ও সাবেক প্রধান উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম, ফজলুল কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল-ফারুখ।