সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সাগরিকা হাউজিং সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং-৭৮৯/২০০৩) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) কক্সবাজার শহরের রুমালিয়ারছরাস্থ শহীদ তিতুমীর ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়।
এরপর ভোট গননা শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।
মোট ৯টি পদের বিপরীতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন।
এতে মোঃ আলী আজম-খোরশেদ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জন নির্বাচিত হয়েছেন।
মমতাজ-সেলিম প্যানেল থেকে একজন সদস্য নির্বাচিত হয়েছেন।
এই প্যানেল থেকে সহসভাপতি পদে মোহাম্মদ মফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মোট ১০০ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭১টি।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাতা প্রতীকে সর্বোচ্চ ৪০ ভোট পেয়ে মোঃ আলী আজম সভাপতি নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী চেয়ার প্রতীকে মমতাজুল ইসলামের প্রাপ্ত ভোট ৩০ টি।
সাধারণ সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে মোঃ খোরশেদ আলম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ টি।
দেয়াল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সেলিম উদ্দিন পেয়েছেন ৩৩ ভোট।
এছাড়া ৬ টি ‘সদস্য’ পদে মোঃ আলী আজম-খোরশেদ প্যানেল থেকে ৫ জন নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- কামরুজ্জামান লিমন (৪০ ভোট), এমদাদুল হক জাহেদ (৩৯ ভোট), মোহাম্মদ এমদাদুল ইসলাম (৩৭ ভোট), রাসেদ মাহমুদ (৩৭ ভোট) ও শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন (৩৫ ভোট)।
মমতাজ-সেলিম প্যানেল থেকে ‘সদস্য’ পদে নির্বাচিত হয়েছেন মৌলভী জামাল উদ্দিন। তার প্রাপ্ত ভোট ৩৪টি।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাগরিকা হাউজিং সোসাইটি সমবায় সমিতি লিমিটেড নির্বাচন কমিটি-২০২০ এর সভাপতি ও জেলা সমবায় অফিসের পরিদর্শক ইকবাল হোছাইন।
কমিশনের সদস্য ছিলেন -লুৎফান্নেছা কুতুবী ও শামিমা সুলতানা।