শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
হযরত হাফ্ছা (রা.) মহিলা হিফয মাদরাসার সবিনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রামু চাকমারকুল কলঘর বাজার সংলগ্ন মাদরাসা ক্যাম্পাসে এক নাগাড়ে ৩০ পারা কুরআন মজিদের তিলাওয়াত শুনান মেধাবী ছাত্রী তামান্নাহ।
মহেশখালীর মাওলানা শামশুদ্দুহার মোনাজাতের মাধ্যমে সবিনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, হাফেজা তামান্না রামুর ঈদগড় তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ছৈয়দ নুরের মেয়ে।
সবিনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন।
মহতি এই আয়োজনে যারা মেহমান ছিলেন, বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সেই সঙ্গে শিক্ষক, অভিভাবকমণ্ডলির প্রতিও ধন্যবাদ প্রকাশ করেছেন হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন।