সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটকে রাহুমুক্ত করতে হবে

বার্তা কক্ষ / ২৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচনী তফসিল ঘোষণা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ উঠেছে।
মানবিক এই প্রতিষ্ঠানকে রাহুমুক্ত করতে জেলাবাসীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহীনুল হক মার্শাল বলেন, ৩ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন স্থানীয় পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী বদিউল আলম।
তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১২-১৩ ডিসেম্বর ভোটার তালিকায় আপত্তি দাখিল ও নিস্পত্তি ১৫ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
৯ জানুয়ারী নির্বাচন ও ফলাফল প্রকাশের দিন ধার্য্য করা হয়েছে।
ইতোমধ্যে ২০৩৩ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু বর্তমান রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মহাদূর্নীতিবাজ আজরুল সফদার বর্তমান এডহক কমিটির কুপরামর্শে আরো অন্তত ১ হাজার ভোটার করার জন্য ইতোমধ্যে ফরম ছেড়েছে। যা নজিরবিহীন দৃষ্টান্ত। কোন সংস্থায় বা প্রতিষ্ঠানে তফসিল ঘোষণা এবং চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে আবার ভোটার করার নজির নেই। এছাড়া বর্তমান এডহক কমিটি দায়িত্বে থেকে কিভাবে নির্বাচনে অংশ নিতে পারে? এতে তারা ক্ষমতার অপব্যবহার করছে। ফলে ৯ জানুয়ারী আসন্ন রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন একটি প্রহসনমাত্র।
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবী পেশ করা হয়েছে।
১. নির্বাচনকে সর্বমহলে গ্রহনযোগ্য করতে হালনাগাদ ভোটারকৃত ২০৩৩ জন সম্মানিত সদস্যরাই কেবলমাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন
২. নির্বাচনের ব্যালটে ছবি সংযুক্তের পাশাপাশি নাম ও প্রতীক থাকতে হবে
৩. সকল অনিয়মের প্রধান হোতা ইউনিট লেভেল অফিসার আজরুল সফদারকে নির্বাচনের আগে দ্রুত প্রত্যাহার করতে হবে
৪. নির্বাচনের ভ্যানুস্থল আগের মতোই কক্সবাজার মোটেল রোডস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার কার্যালয়ে স্থানান্তর করতে হবে।
এ সময় বক্তারা এ সকলদাবী পূরণ না হলে কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটকে সর্বমহলে গ্রহনযোগ্য করতে প্রয়োজনে আদালতের আশ্রয়ন নেওয়া হবে। একই সাথে রাজপথে আন্দোলনে নামবে বলে জানান উপস্থিত প্রার্থীরা।
এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন দুলাল, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রার্থী আয়েশা সিরাজ, চম্পা উদ্দিন, মনজুর কাদের মোঃ লায়েক আলী চৌধুরী, মনির আহামদ, হাজী আবদুর রহিম, শেখ ফরহাদ, মোঃ শাহাবুদ্দিন, জিয়াবুল হক জিকু।